আইফোন ট্রাকিংয়ে গুগল’র বিরুদ্ধে মামলায় বাধা নেই

৩ অক্টোবর, ২০১৯ ১৮:৪১  
যুক্তরাজ্যে ৪০ লাখ আইফোন ব্যবহারকারীর ওপর ব্যক্তিগত ডাটা ট্রাক করার অভিযোগে গুগল’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন দেশটির আদালত। এর আগে উচ্চ আদালতকে মমলাটি স্থগিত করা হলেও বৃহস্পতিবার তিন জন বিচারক মামলাটি এগিয়ে নেয়ার আদেশ দিয়েছেন। ভোক্তা অধিকার গ্রুপের সাবেক পরিচালক রিচার্ড লয়েড এই মামলাটি করেছিলেন। এ বিষয়ে গুগল এক প্রতিক্রায় জানিয়েছে, ঘটনাটি প্রায় এক দশক আগে সংঘটিত হয়েছিলো। এবং আমরা তখনি সেটি ঠিক করেছিলাম। তাই আমরা মনে করি এই মামলার কোনো মূল্য এখন থাকতে পারে না। এটি এতো দিনে শেষ হয়ে যাওয়া উচিত। মামলার বাদি লয়েড অভিযোগ করেছিলেন, ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে অ্যাপল সাফারি ওয়েব ব্রাউজার থেকে গুগল কুকিজের মাধ্যমে (ছোট্ট আকারের কম্পিউটার টেক্সট ফাইল) ব্যবহারকারীর স্বাস্থ্য, জাতি, জাতিসত্তা, যৌনতা এবং আর্থিক তথ্য সংগ্রহ করা হয়েছে। ব্যবহারকারীরা প্রাইভেসি সেটিংসে ‘ডু নট ট্রাক’ অপশনে টিক দেয়ার পরও এমনটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন লয়েড। ডাটার অপব্যহার নিয়ে গুগল’র মতো বড় প্রযুক্তি কোম্পানির বিপক্ষে একজন ব্যক্তি অনেকের প্রতিনিধিত্ব করে আদালতে অভিযোগ করার ঘটনাটি এটাই প্রথম। তবে ওই ঘটনায় ঠিক কতজন লোক ক্ষতিগ্রস্থ হয়েছিল তা গণনা করা শক্ত হওয়ায় এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের দাবিটি কোনো গ্রুপের পক্ষ থেকে না হওয়ায় ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত অভিযোগটি আটকে ছিলো বলে জানিয়েছেন বিচারক মিঃ জাস্টিস ওয়ার্বি। তবে এখন মামলাটি এগিয়ে যেতে পারে বলে রায় দিয়েছে আপিল কোর্ট। বলেছে, প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত ডাটা মূল্যবান। ক্ষতির সংজ্ঞাটি ব্যবহারকারীদের ক্ষতিপূরণের যোগ্যতা অর্জন করতে পারে এমন ব্যক্তিগত ডেটা নিয়ন্ত্রণের ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য। গণ-প্রতিকারের জন্য এই ধরণের প্রতিনিধিত্বমূলক উদ্যোগ একটি উপযুক্ত আইনি প্রক্রিয়া।